Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ঘটনাসমূহ

২০২১-২২ অর্থবছরের জুন /২০২২ মাষ পর্যন্ত প্রধান অর্জনসমূহঃ

১।"পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন,২০১০''বাস্তবায়নের নিমিত্তে ২৭০টি মোবাইল কোর্ট পরিচালনা করা ।

২।পাট ও পাটজাত পণ্যের ব্যবসায়ে সহায়তা প্রদানের নিমিত্ত বিভিন্ন শ্রেণীর ১৩৬ টি লাইসেন্স।

৩।১২০ টি হাটবাজার পরিদর্শন,০২ টি উদুদ্ধকরন সভচা ও ২৫১০টি পোস্টার ও লিফলেট বিতরণ ।

৪।উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ   উৎপাদন ও সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় ব্রাক্ষনবাড়িয়া জেলার সদর উপজেলায় নির্বাচিত ১২০০ জন পাটচাষীর মাধ্যমে মানসম্মত তোষা পাট উৎপাদনের লক্ষ্যে ১২০০ কেজি তোষা জাতের পাট বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।এছাড়া ১৫০ জন পাট চাষী্কে উন্নত পদ্ধতিতে পাট ও পাটবীজ উৎপাদন বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়।