মুখ্য পরিদর্শক, পাট অধিদপ্তর, ব্রাক্ষনবাড়িয়া 'র সাম্প্রতিক বছর সমূহের ( ৩
বছর) প্রধান অর্জন সমূহঃ
বিগত ৩ ( তিন) বছরে পাট আইন, ২০১৭ এর অধীন ৩৮১ সংখ্যক লাইসেন্স ইস্যু ও নবায়নের
মাধ্যমে ৩,৪৫,০০০/- টাকা রাজস্ব আয় হয়েছে। চাহিদা বৃদ্ধি পাওয়ায় বিগত ৩ বছরে প্রায় ৮১,১২২
একর জমিতে ৩,২৭,২৯৫ বেল কাঁচা পাট উৎপন্ন হয়েছে।পণ্যে কৃত্রিম মোড়কের ব্যবহার জনিত
কারণে সৃষ্ট পরিবেশ দূষণ রোধকল্পে বাধ্যতামূলকভাবে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিতকল্পে “
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০” এর অধীনে প্রণীত বিধিমালার
তফসিলে ১৯ টি পণ্য ( ধান,চাল,গম,ভুট্টা,সার,চিনি,মরিচ,হলুদ, পেঁয়াজ, আদা রসুন,ডাল,ধনিয়া,আলু,
আটা,ময়দা, তুষ-খুদ-কুড়া,পোল্ট্রি ফিড ও ফিস ফিড) মোড়কীকরণ এ পাটজাত মোড়কের ব্যবহার
বাধ্যতামূলক করা হয়েছে। আইন অমান্যকারীদের বিগত ৩(তিন) বছরের ৯৭ টি ভ্রাম্যমাণ আদালত
পরিচালনার মাধ্যমে ১৪,১৪,৬৫০/- টাকা অর্থদন্ড তথা রাজস্ব আয় হয়েছে। পাট আইন ২০১৭ এবং
দি জুট ( লাইসেন্সিং এন্ড এনফোর্সমেন্ট) রুলস, ১৯৬৪ এর আলোকে পাটের উৎপাদন ও ব্যবহার
বৃদ্ধি, পাটচাষ সম্প্রসারণ, গুণগত মান উন্নয়ন, পাট শিল্পের বিকাশ, পাট ও পাটজাত পণ্যের
তদারকি ও নিয়ন্ত্রণ প্রভৃতি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS